সম্ভবনা মতোই ১০৮ পুরসভা নির্বাচনেও সবুজ ঝড়ে কুপকাত বিরোধীরা। ১০৮ টির মধ্যে দিনহাটা পুরসভা বিরোধীশূণ্য হওয়ায় আগেই দখল নিয়েছিল তৃণমূল। আর বুধবার ১০৭ টি পুরসভার গণনা শেষে দেখা গেল তৃণমূল একাই দখল নিয়েছে ১০২ টি পুরসভার। দলের এই বিপুল জয়ে রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী এদিন ট্যুইটে লেখেন, এই বিপুল সমর্থনের জন্য মা-মাটি-মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পুরভোটে সমস্ত জয়ী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে আরেকটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, এই জয় আমাদের দায়িত্ব, মানুষের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়েছে। আসুন সবাই একত্রে রাজ্যের মানুষের শান্তি ও উন্নতির জন্য কাজ করি।
উল্লেখ্য ১০৮ টি পুরসভার মধ্যে বাকি যে ৫ টি পুরসভায় তৃণমূল বোর্ড গঠন করতে পারেনি সেগুলি হল দার্জিলিং, এগরা, তাহেরপুর, বেলডাঙ্গা ও চাঁপদানি।
নদিয়ার তাহেরপুর পুরসভা দখল করেছে সিপিএম । দার্জিলিং পুরসভা হামরো-১৭, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা-৮, গোর্খা জনমুক্তি মোর্চা-৪। আর চাঁপদানি পুরসভায় তৃণমূল ১১, নির্দল ১০, কংগ্রেস ১টি আসনে জয়ী হয়েছে। এগরা পুরসভা ক্ষেত্রে তৃণমূল ৭, বিজেপি ৫, কংগ্রেস ১, নির্দল ১। বেলডাঙা পুরসভায় তৃণমূল পেয়েছে ৭ বিজেপি ৩ এবং নির্দল ৪ পেয়ে ফলাফল ত্রিশঙ্কু হয়েছে।
Comments are closed.