প্রত্যাশা মতোই অভিষেক এবং তাঁর স্ত্রীকে ইডির তলব নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। শনিবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে বলেন, কয়লার জন্য শুধু তৃণমূলকে ধরলে হবে? কয়লা কেন্দ্রের এক্তিয়ারে পড়ে, রাজ্যের নয়। মমতা বলেন, যদি অভিযোগ থেকেই থাকে তাহলে কেন্দ্রের এজেন্সি কী করছিল এতদিন।
গেরুয়া শিবিরকে মমতা ব্যানার্জির হুঁশিয়ারি, আমাদের একটা আঙ্গুল দেখালে তোমার জন্য ১০ টা আঙ্গুল রয়েছে। আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে বলেন, আমাদের কাছে একটা ইডি পাঠালে আমরা ১০ বস্তা নথি পাঠাবো।
পাশাপাশি বিজেপিকে উদ্দেশ্যে করে বলেন, পারলে অভিষেকের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করুন।
সেই সঙ্গে কয়লা পাচার কাণ্ড নিয়ে এদিন চাঞ্চল্যকর দাবি করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, নাম করে বলতে পারি বিজেপির কোন কোন মন্ত্রী কয়লা লুঠ করেছে। তাঁর অভিযোগ, বিজেপির দিল্লির নেতারা বাংলায় এসে সব কয়লা মাফিয়াদের হোটেলে থাকতেন।
তৃণমূল নেত্রী এদিন আরও বলেন, বিজেপির নির্বাচনী তহবিলে কীভাবে হাজার হাজার কোটি টাকা এলো আমরা জানতে চাই। ইডি আমাদের জানাক।
অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরাকে ইডির তলব নিয়েও তোপ দাগেন তৃণমূল নেত্রী। বলেন,বিজেপি বাংলার মা বোনদের সম্মান করে না। আগেও করতো না।
শনিবার সরাসরি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানান। হুঁশিয়ারীর সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, মনে রাখুন অমিত শাহ, এভাবে চলতে পারে না। কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে মমতা ব্যানার্জি বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এত প্রতিহিংসা পরায়ণ সরকার দেখিনি। রাজনীতিতে না পেরে এজেন্সি লেলিয়ে দিচ্ছে।
Comments are closed.