সুদীপ জৈন, বিবেক দুবের সঙ্গে DM-SP’দের হোয়াটসঅ্যাপ চ্যাট বলে দাবি করে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা ব্যানার্জি। শনিবার বীরভূমের ১১ প্রার্থীর হয়ে ভার্চুয়াল প্রচারে মমতা হাতে কিছু কাগজ দেখিয়ে দাবি করেন এটা হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন।
তৃণমূল নেত্রীর অভিযোগ, এই চ্যাটে স্পষ্ট, কমিশন পুলিশকে কাজে লাগিয়ে ভোটের আগের দিন তৃণমূল কর্মীদের গ্রেফতার করছে। তৃণমূল কর্মীদের গুন্ডা বলে অভিহিত করছেন পর্যবেক্ষকরা বলে অভিযোগ মমতার। ভোটের পর এই সব নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানান। তাঁর কথায়, রাজধর্ম পালন করলে কোনও অসুবিধা নেই। কিন্তু বিজেপির হয়ে কাজ করতে গিয়ে একেবারে বিজেপির আয়না হয়ে গিয়েছে কমিশন।
নন্দীগ্রাম, বুদবুদ, মঙ্গলকোট, উত্তর দমদমের নাম ধরে মমতার অভিযোগ, এই সব জায়গায় তৃণমূল নেতাদের তুলে নিয়ে সারাদিন আটকে রাখা হয়েছে। যাতে আমরা ভোট করতে না পারি। কিন্তু তৃণমূলকে তোমরা রুখতে পারবে না। হুঙ্কার মমতা ব্যানার্জির। এবার থেকে প্রশাসন এরকম নেতাদের আটকে রাখলে থানা ঘেরাও করতে বলেন। বলেন সঙ্গে সঙ্গে কোর্টে যাবেন। এফআইআর দায়ের করবেন।
তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার সিআরপিএফকে গুলি চালানর অর্ডার দিচ্ছে। মানুষকে ভয় দেখাতে গুলি চালানো হচ্ছে।
Comments are closed.