আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে; সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ট্যুইট বার্তা তৃণমূল নেত্রীর
২০২১ সালের আজকের দিনে তৃতীয় বারের জন্য নবান্ন জয় করেছিল তাঁর দল। ২০১১-এর পর সবথেকে কঠিন নির্বাচনে লড়ে ২১৩টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে এই জয়কে স্মরণে রাখতে দিনটিকে ‘মা মাটি দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকার গঠনের দ্বিতীয় বর্ষেও শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল নেত্রী।
মঙ্গলবার একটি ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ, আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে।
২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।
প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক…
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2023
রাজনৈতিক মহলের অনেকের দাবি, ২০২৪ এর লোকসভা ভোটের লড়াইয়ের কথাই ট্যুইট বার্তায় বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একুশের ভোটে বিরাট আসন নিয়ে জয়ের পরেই সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতা ব্যানার্জির নাম সামনের সারিতে উঠে এসেছিল। ভোটে জয়ের পর পরই বিরোধী জোট গঠনে তৎপর হতে দেখা গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। সেই প্রক্রিয়া এখনও জারি রয়েছে। কয়েকদিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নবান্নে এসে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন। এই আবহে একুশের জয়ের শুভেচছা বার্তার মধ্য দিয়ে তৃণমূল নেত্রী যে আগামী দিনে লড়াইয়ের ডাক দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Comments are closed.