মালবাজারে পৌঁছে হড়পা বানে নিহতদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে মালবাজার পৌঁছেই নিহিতদের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী। দেখা করলেন স্বজনহারাদের সঙ্গে। এদিন প্রথমে তিনি যান তপন অধিকারীর বাড়ি এবং পরে শুভাশিস লাহার বাড়ি। দু’বাড়িতেই এদিন বেশ কিছুক্ষণ ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। 

দশমীর দিন ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে মাল নদীর হড়পা বানে তলিয়ে যান অনেকে। জলের তোড়ে তলিয়ে গিয়ে ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়। শোকের ছায়া নেমে আসে উত্তরবঙ্গ জুড়ে। আগেই ঠিক ছিল উত্তরবঙ্গ সফরে গিয়ে নিহিতদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী। যদিও সোমবারই যে যাবেন, সেরকম কিছু ঠিক ছিল না। তবে এদিন মালবাজারে নেমেই নিহিতদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। 

রাজ্য এবং কেন্দ্রের তরফে আগেই নিহত এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। এদিনও নিহিতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসন, স্থানীয় মানুষ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতভর উদ্ধার কাজ করেছে। তাই ৪৫০ জনকে প্রাণে বাঁচানো গিয়েছে। উদ্ধার কাজে যাঁরা ছিলেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

Comments are closed.