হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে; বৃহস্পতিবার এসএসকেএম-এ ভর্তি হচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গে কপ্টার বিভ্রাটের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। চোট পেয়ে। বাড়িতেই বিশ্রামে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর মধ্যে জানা যায়, মুখ্যমন্ত্রীর হাঁটুতে অস্ত্রোপচার করতে হতে পারে। জানা গেল, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন। সব ঠিক থাকলে ৮ জুলাই পঞ্চায়েত ভোটের আগের দিন মুখ্যমন্ত্রীর হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে। 

গত ২৭ জুন পঞ্চায়েতের ভোটপ্রচার শেষে জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের মধ্যে পড়েছিল তৃণমূল নেত্রীর কপ্টার। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পড়ে কপ্টাটির জরুরী অবতরণ করতে বাধ্য হয়েছিলেন পাইলট। সেবক এয়ার বেসে নামানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টার। এর পরেই জানা যায়, কপ্টারের দুলুনি এবং পরে জরুরি অবতরণ করানোর সময় কোমরে, পায়ে, চোট পান মুখ্যমন্ত্রী। বিশেষ বিমানে তাঁকে কলকাতায় আনা হয়। এসএসকেএম-এ নিয়ে যাওয়া হলে মুখ্যমন্ত্রীকে ভর্তি হতে পরামর্শ দেন চিকিৎসকরা। যদিও তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান বলে জানান মুখ্যমন্ত্রী। তারপর থেকে প্রায় সপ্তাহ জুড়ে কালীঘাটের বাড়িতেই থাকছেন। যদিও বাড়িতে থাকলেও দলের কাজ করছেন। সেই সঙ্গে ভার্চুয়ালি ভোট প্রচারে অংশ নিচ্ছেন। 

Comments are closed.