‘লক্ষ্মীবার’-এ লক্ষ্মী লাভ; বৃহস্পতিবার লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন রাজ্যের মহিলারা 

‘লক্ষ্মীবার’ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের মহিলাদের ব্যাঙ্কে লক্ষ্মী ভান্ডারের  টাকা পাঠাবে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান থেকে মুখ্য়মন্ত্রী নিজে লক্ষ্মী ভান্ডারের অর্থ পাঠাবেন প্রত্যেকের কাছে। নবান্ন সূত্রে এমনটাই খবর। ৫ মে, বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ ওই অনুষ্ঠান হওয়ার কথা। 

একুশের বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তৃতীয়বার তাঁর সরকার ক্ষমতায় এলে রাজ্যের নারীদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প করা হবে। ক্ষমতায় ফিরেই প্রতিশ্রুতি রাখেন তৃণমূল নেত্রী। এখনও পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। ঘোষণা মোতাবেক, জেনারেল কাস্টের মেয়েরা মাসে মাসে ৫০০ টাকা এবং পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা মাসে ১ হাজার টাকা করে পেয়ে থাকেন। 

উল্লেখ্য, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর মতোই মুখ্যমন্ত্রীর পরিকল্পনাপ্রসূত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পও জনপ্রিয়তা পেয়েছে রাজ্যে। দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথীর মতোই রেকর্ড সংখ্যায় আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডারের জন্যও। এর আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেও আবেদনকারীদের একাংশকে প্রকল্পের টাকা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।   

Comments are closed.