ফের দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিরোধীদের একত্রিত হয়ে বৈঠকের আহ্বান জানালেন তিনি। এই উপলক্ষ্যে মঙ্গলবার সমস্ত অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন তিনি। কেন্দ্রের বিরোধী নেতাদেরও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জি।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গভীর উদ্বেগের সঙ্গে আপনাদের জানাচ্ছি, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে। আর এই কাজে ওরা ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে। চিঠিতে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোট এলেই বিরোধীদের শায়েস্তা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলির এর থেকে ছাড় পেয়ে যাচ্ছে।
WB CM-TMC chief Mamata Banerjee writes to all Oppn leaders & CMs, “expressing concern over BJP’s direct attacks on democracy”
‘I urge that all of us come together for a meeting to deliberate on the way forward at a place as per everyone’s convenience & suitability,’ letter reads pic.twitter.com/OvlV2W4yo6
— ANI (@ANI) March 29, 2022
চিঠির একটি অংশে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবি, বিজেপি শাসিত রাজ্যের কয়েকজন মুখ্যমন্ত্রী আদালতের নির্দেশকে মান্যতা দিচ্ছেন না। এর পরেই বলেন, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখেই বলছি, কিছু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ সুবিচার থেকে বঞ্চিত হচ্ছেন, যা গণতন্ত্রের ক্ষেত্রে একটি ভয়ঙ্কর পরিস্থিতি। বিজেপি যুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে, এমনকি বিচারবিভাগের একটি অংশকেও ওরা প্রভাবিত করছে। বিরোধীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির বার্তা, বিরোধী হিসেবে এটা আমাদের সাংবিধানিক কর্তব্য, মোদী সরকারের কৃতকর্মের জন্য ওদের দায়বদ্ধ করা, একই সঙ্গে নিরপেক্ষ কণ্ঠস্বরকে দমনের হাত থেকে রক্ষা করা।
চিঠির শেষ অংশে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন, সকলের কাছে আবেদন জানাতে চাই, সকলের সুবিধা মতো আসুন আমরা একজোট হয়ে বৈঠক বসি। সময়ের দাবি মেনে, এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে আমাদের একত্রে নীতি নির্ধারণ করা প্রয়োজন।
Comments are closed.