বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথে হাঁটতে চলেছে পাঞ্জাবের আপ সরকার। এবার পাঞ্জাবেও চালু হবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেন, এবার থেকে আর লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না পাঞ্জাববাসীকে। ঘরে পৌঁছে যাবে রেশন। তবে যাঁরা লাইনে দাঁড়িয়ে রেশন নিতে ইচ্ছুক, তাঁরা আগের পদ্ধতিতেই রেশন পাবেন।
তিনি জানিয়েছেন, ভালো মানের গম, ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে রেশনে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে এবার ক্ষমতায় এসেছে আপ সরকার। ভোট প্রচারে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে রেশন। তাই প্রতিশ্রুতি মতন এবার পাঞ্জাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন কর্মসূচী। একটি ভিডিও বার্তা দিয়ে ভগবন্ত মান জানিয়েছেন, রকারি আধিকারিকরা সব নথি পরীক্ষা করে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে রেশন।
প্রসঙ্গত, দুয়ারে রেশন প্রকল্পটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত। ২০২১ এর বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলে চালু হবে দুয়ারে রেশন কর্মসূচী। তাঁর কথা মতন চালু হয় দুয়ারে রেশন কর্মসূচী। মুখ্যমন্ত্রী জানান, ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা গাড়ি কিনলে এক লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য। প্রতি ৫০০ মিটার অন্তর দাঁড়াবে রেশনের গাড়ি। সেখান থেকে সংগ্রহ করতে হবে রেশন।
Comments are closed.