বাঁকুড়া দিয়ে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু, সোমবার প্রশাসনিক বৈঠকের পর বুধবার জনসভা, কী বার্তা তৃণমূল নেত্রীর?
উৎসবের মরসুম শেষ হতেই জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর। আগামী ২৩ নভেম্বর, সোমবার বাঁকুড়া যাবেন মমতা। সেখানে প্রথমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ২৫ নভেম্বর, বুধবার বাঁকুড়ায় জনসভা করার কথা মমতার।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর জেলা সফর বন্ধ ছিল। পুজার আগে জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন মমতা। তারপর জঙ্গলমহলেও গিয়েছিলেন। পুজার পর বাঁকুড়া দিয়ে ফের জেলা সফর শুরু করছেন তিনি।
ক’দিন আগেই বিজেপি শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া এসেছিলেন। সেখানে একটি আদিবাসী পরিবারের বাড়িতে দুপুরের খাবারও খান বিজেপি নেতারা। এই বাঁকুড়াতেই বিরসা মনে করে ভুল মূর্তিতে মালা দেন অমিত শাহ সহ বিজেপি নেতারা। যা নিয়ে অসন্তোষ ছড়িয়েছে আদিবাসীদের মধ্যে বলে তৃণমূলের দাবি। এই প্রেক্ষিতে বাঁকুড়া দিয়ে জেলা সফর শুরু করতে চলেছেন মমতা ব্যানার্জি। বাঁকুড়ায় একটি জনসভাও করবেন তিনি।
রাজনৈতিক মহলের ধারণা, বাঁকুড়ার সভা থেকে বিজেপির উদ্দেশে তীক্ষ্ণ আক্রমণ ছুঁড়ে দিতে পারেন তৃণমূল নেত্রী। আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়ে বাঁকুড়ার সভা থেকেই সুর বেঁধে দেবেন মমতা, বলে মনে করছে তৃণমূলের একটি অংশ।
Comments are closed.