১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। সব পক্ষের হেভিওয়েটদের একাধিক কর্মসূচি রয়েছে। এদিন হুগলি, হাওড়া এবং বেহালায় চারটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
হুগলিতে শ্রীরামপুর ও বলাগড়ে মুখ্যমন্ত্রীর দুটি জনসভা রয়েছে। এরপর হাওড়ার ডোমজুড় ও বেহালা পশ্চিম কেন্দ্রে প্রচার করবেন তিনি।
বৃহস্পতিবার ভোট প্রচারে ফের রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন একাধিক জায়গায় রোড-শো করবেন তিনি। আলিপুরদুয়ার, কোচবিহারের দিনহাটা এবং মেখলিগঞ্জের হলদিবাড়িতে রোড-শো করবেন নাড্ডা।
জেপি নাড্ডার পাশাপাশি এদিন রাজ্য সফরে এসেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হুগলির চাঁপদানিতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন তিনি। এরপর চণ্ডীতলায় জনসভা করবেন। পাশাপাশি হাওড়ার সাঁকরাইলে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন।
[আরও পড়ুন- দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬]
যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জির দুটি জনসভা রয়েছে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম, এবং কোচবিহারের তুফানগঞ্জে জনসভা রয়েছে তৃণমূল সাংসদের। তারপর কলকাতায় ফিরে বজবজ পূজালি থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত রোড-শো করবেন তিনি।
বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে তৃণমূলপ্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে রোড-শো করবেন জয়া বচ্চন।
Comments are closed.