শনিবার নয় শুক্রবারই প্রার্থীদের সঙ্গে বসবেন মমতা। ঠিক ছিল, ২ মে ভোট গণনার আগের দিন শনিবার তৃণমূল নেত্রী দলের সব প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করবেন। অষ্টম দফার নির্বাচন চলাকালীনই এই হাইভোল্টেজ বৈঠকের দিন বদল করল তৃণমূল। দলীয় সূত্রে খবর মিটিংটি শনিবারের জায়গায় শুক্রবার ৩০ এপ্রিল বেলা তিনটে নাগাদ হবে।
পরিবর্তিত সময়সূচি ইতিমধ্যেই প্রার্থীদের পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
২০১১ বা ২০১৬ তে ফলাফল ঘোষণার আগে এরকম কোনও বৈঠক করেননি তৃণমূল নেত্রী। সেদিক থেকে একুশের মত একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে তৃণমূলের এই কৌশল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। গণনা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশের বিষয়ে কমিশন নতুন গাইড লাইন নিয়ে খুশি নয় তৃণমূল। তা নিয়ে দলনেত্রী কী বলেন সেটাই এখন দেখার।
Comments are closed.