‘আয়নায় নিজেদের মুখ দেখুন, পুলিশি নির্ভরতা কমান, পুরনো কর্মীদের ফেরান’, পশ্চিম মেদিনীপুরের পর্যালোচনা বৈঠকে নেতাদের বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় নেতা-কর্মীদের পুলিশের ওপর নির্ভরতা কমাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তৃণমূল ভবনে পশ্চিম মেদিনীপুরের বিধায়ক, কাউন্সিলার সহ সমস্ত স্তরের নেতাকে নিয়ে মিটিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই নদিয়া জেলাকে নিয়ে পর্যালোচনা বৈঠকে দুর্নীতি ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদেরকে তাঁর বার্তা, ‘আয়নায় নিজেদের মুখ দেখুন, পুলিশের ওপর নির্ভরতা কমান, কেন হার হয়েছে তা নিয়ে পর্যালোচনা করুন।’
মেদিনীপুর লোকসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে হেরেছে তৃণমূল। ঘাটাল কেন্দ্রে জিতলেও প্রত্যাশিত ফল হয়নি রাজ্যের শাসক দলের। লোকসভা ভোটের পর থেকে মেদিনীপুরের একাধিক জায়গায় গোলমাল, সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পাশাপাশি, কাটমানি ইস্যুতেও বিভিন্ন জায়গায় বিড়ম্বনায় তৃণমূলের স্থানীয় নেতারা। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় নেতৃত্বের একাংশের কাজকর্ম, আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দলের পুরনো নেতা-কর্মীদের ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত, লোকসভা ভোটের পর পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, নারায়ণগড়, বেলদা সহ একাধিক জায়গায় আর এলাকায় যাননি বলে খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত এলাকায় মানুষের কাছে পৌঁছনোর জন্য এদিন নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি দলের মন্ত্রী, বিধায়কদের বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন, পুলিশ তাঁদের কথা শুনছে না। এই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারীও, যিনি পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে। এদিন কারোর নাম না করে নেতৃত্বকে মমতার বার্তা, জনসংযোগ বাড়ান, আয়নায় নিজেদের মুখ দেখুন, পুলিশের ওপর নিজেদের নির্ভরতা কমান।
এদিন তৃণমূল ভবনের বৈঠকের আগে বিধানসভায় নিজের ঘরে বেহালার কাউন্সিলরদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের এলাকার কাউন্সিলারদের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলে মনে করছে পর্যবেক্ষক মহল। যদিও তৃণমূল সূত্রের খবর, আগামী বছর কলকাতায় পুরসভার ভোট, তার আগে বিভিন্ন এলাকা ধরে ধরে মুখ্যমন্ত্রীর এ ধরনের বৈঠক করছেন এবং ভবিষ্যতেও করবেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।

Comments are closed.