মুখ খুললেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এবার মন্তব্য করলেন সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে। আর এরপরেই ফের খবরের শিরোনামে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
তাঁর কথায় নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা ব্যানার্জি। তাই নৈতিক দিক থেকে মুখ্যমন্ত্রীর পদে বসা উচিত হয়নি তৃণমূল নেত্রীর। এরপরেই তিনি বলেন, মমতা হেরেছেন কারণ জনগণ তাঁকে ভোট দেয়নি। সুতরাং নৈতিকভাবে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়।
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেন বিপ্লব দেব। সেখানে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগ আনা হলে গোটা রাজ্যে তৃণমূলের জয়ের পিছনে ষড়যন্ত্র রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাবি, ৫ জন বিজেপি সমর্থককে খুন করা হয়েছে। কয়েকজন বিজেপি সমর্থকের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আসাম ও ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর অশান্তির খবর পাওয়া যায়নি বলে দাবি করেন বিপ্লব দেব।
অন্যদিকে বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি।
Comments are closed.