WB Election 2021: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করাচ্ছেন মমতা! অভিযোগ সায়ন্তন বসুর
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তনের বিস্ফোরক দাবি, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন
বিজেপির শীর্ষ নেতৃত্ব একাধিকবার দাবি করেছেন পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। কয়েকদিন আগে একটি নির্বাচনী জনসভায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে একটি মশা মাছিও অবৈধভাবে ঢুকতে পারবে না। মঙ্গলবার সেই একই সুর আরোও চড়া মাত্রায় শোনা গেল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গলায়।
এদিন উত্তর দিনাজপুরের একটি চা চক্র যোগ দিয়ে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তনের বিস্ফোরক দাবি, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে অবাধে ভোট করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল একুশের নির্বাচনে একজন অবৈধ অনুপ্রবেশকারীকে প্রার্থী করেছে। কে সেই প্রার্থী, তা যদিও খোলসা করেননি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক।
[আরও পড়ুন- WB Election 2021: আরামবাগে সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তাড়া! TMC প্রার্থীকে ঘিরে বিক্ষোভ]
সোমবার রাতে গোঘাটে একজন বিজেপি সমর্থকের মা খুন হন। এদিন এই ঘটনা নিয়েও তৃণমূলকে কাঠগড়ায় তোলেন। তাঁর অভিযোগ, তৃণমূল সারা বাংলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে।
প্রথম দু’দফায় তৃণমূল আশ্রিত অনুপ্রবেশকারীরা ভোটে বিশৃঙ্খলা করেছে বলেও তিনি অভিযোগ করেন।
Comments are closed.