ভবানীপুরে মমতা ব্যানার্জিই জিতছেন। উপনির্বাচন শেষে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা তৃণমূল নেত্রীর কট্টর সমালোচক অধীর চৌধুরী। যদিও ঘাসফুল শিবিরকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি।
বৃহস্পতিবার ভোট শেষে সংবাদ মাধ্যমকে কংগ্রেস সাংসদ বলেন, আগেও ভবানীপুর থেকে মমতা ব্যানার্জি জিতেছেন। এবারেও জিতবেন। সেই সঙ্গে তাঁর কটাক্ষ, তৃণমূল ভবানীপুরের ভোটকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, ভোট দানের হারে তা প্রতিফলিত হল না। মানুষের মধ্যে ওনাকে ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ততা থাকলে তা দেখতে ভালো লাগতো।
শাসক শিবির শুরু থেকেই মুখ্যমন্ত্রীর জয় নিয়ে এক প্রকার নিশ্চিত। পর্যবেক্ষকদের একাংশের মতে ভবানীপুরে তৃণমূলের জয় নিয়ে কোনও সংশয় থাকার কথা নয়। তবে ভোটের দিন সকালের দিকে ভোট দানের পরিমাণ কম থাকায় কিছুটা চিন্তিত ছিল শাসক শিবির। যদিও বেলার দিকে বুথমুখী মানুষের সংখ্যা বাড়তে থাকে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৩.৩২ শতাংশ। ভবানীপুর কেন্দ্রে গড়পড়তা ভোটের দানের হার হিসেবে যা সন্তোষজনক।
এদিকে অধীর চৌধুরীর এই মন্তব্যের জেরে তাঁকে তীব্র সমালোচনা করেছেন বিজপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জিকে জেতানোর। বাংলার পুরো কংগ্রেসেটাই তো তৃণমূলের হাতে তুলে দিতে পারেন।
Comments are closed.