তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রীকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে শয্যা সংখ্যা বাড়ানোর আবেদন করা হয়েছে। ভ্যাকসিনের জোগান বাড়াতেও আবেদন করেছেন মমতা। তিনি জানিয়েছেন রাজ্যে ১০ হাজার ডোজ রেমডিসিভির লাগবে রোজ। বুধবার চিঠিতে দেশে বিনামূল্যে কোভিড টিকার দেওয়ার আবেদন করেন মমতা।
দেশজুড়ে বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। এদিন রাজ্যের পাশাপাশি গোটা দেশের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর আবেদন, দেশে, হাসপাতালগুলিতে কোভিড শয্যা, ওষুধ এবং অক্সিজেনের অভাব মেটাতে হবে।
এদিন নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি রাজ্যে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে বিশেষ চিঠি দেন।
এর আগেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা। সেই চিঠিতেও ভোটপ্রচারে বহিরাগত-দের আগমন নিয়ন্ত্রণ করতে অনুরোধ করেছিলেন তিনি। তাছাড়া বাংলায় পর্যাপ্ত পরিমানে টিকা চেয়েছিলেন তিনি। এদিনের চিঠিতে মূলত ৫টি দিক তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.