কৃষি আইন প্রত্যাহার নিয়ে ফের কলম ধরলেন মুখ্যমন্ত্রী; কৃষকদের অভিনন্দন জানিয়ে লিখলেন কবিতা 

কৃষি আইন প্রত্যাহার নিয়ে সকালেই শুভেচ্ছা বার্তা ট্যুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষকদের লড়াইকে কুর্নিশ জানিয়ে এবার কবিতা লিখলেন তিনি। শুক্রবার দুপুর ৩ টে নাগাদ নিজের ফেসবুক ওয়ালে সেই কবিতা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। 

 কৃষকদের অধিকারের কথা উল্লেখ করে তৃণমূল নেত্রী কবিতায় লেখেন, “অন্নদাতাদের অন্নর অধিকার/ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটিতে-জমি প্রান্তরে/ কৃষি ক্ষেত্রে জাগবেই’’। কবিতার ছত্রে ছত্রে কৃষকদের সংগ্রামের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, “ কতো রাত গেছে পেরিয়ে/ অস্ত্রের ঝংকার কেড়ে নিল প্রাণ/ মৃত দেহ লাশকাঁটায় জড়িয়ে’’। পাশাপাশি নাম না করে কেন্দ্রের শাসক শিবিরকেও কবিতার মধ্য দিয়ে বিঁধেছেন তিনি। তাঁর কথায়, “ তোমাদের জীবন স্বপ্ন/ কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবে না/ ঔদ্ধত্য়-অহংকার ভগ্ন।” কবিতার শেষ অংশে আন্দোলনে সাফল্যের জন্য ফের একবার কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, একাধিক ইস্যুতে এর আগেও প্রতিবাদের ভাষা হিসেবে কবিতাকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এনআরসি, সিএএ-এর প্রতিবাদেও কবিতা লিখে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। এমনকী বিতর্কিত তিন কৃষি আইন পাশ হওয়ার দিনও গর্জে উঠেছিল তাঁর কলম। এবার কৃষক আন্দোলনকে শ্রদ্ধা জানাতে কবিতাকেই অবলম্বন করলেন তৃণমূল নেত্রী।    

Comments are closed.