বাইরের গুন্ডা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ১ টা ২টো আসন জেতা যায়, কিন্তু ২৯৪ টি আসন জেতা যাবে না। আসানসোলের জনসভা থেকে বললেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার আসানসোল উত্তর ও বারাবনীর সভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শুনলাম অশোকনগরে আজও গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু একটা কথা মনে রাখবেন এইভাবে কয়েকটা আসন জেতা যাবে। কিন্তু বাংলা জেতা যাবে না। এরপরেই তিনি বলেন আজও ভোট হচ্ছে কয়েকটা জায়গায়। কিন্তু এই দফায় বিজেপি ৪-৫ টি আসন হয়তো পাবে।
তৃণমূল নেত্রীর মুখে উঠে আসে ফের শীতলকুচির ঘটনা। তিনি বলেন, কারা এই কাজ করেছে আমার জানা চাই, শাস্তি চাই। আমি সিআইডি তদন্ত করতে বলেছি। বলেন যারা ভোটের দিন বিজেপির টাকা নিয়ে এসব গদ্দারি করে বেরাচ্ছে তাদের শাস্তি হবেই।
সভা থেকে হাইকোর্টের রায়ের প্রসঙ্গও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। তিনি বলেন, আমরা বারবার বলেছিলাম বাকি দফার ভোট ১ দফায় করাতে। কিন্তু আমার কথা শোনেনি কমিশন। এখন ভ্যাকসিনের ক্ষেত্রেও এক দাম হচ্ছে না।
আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়োকে কটাক্ষ করে তিনি বলেন, এখানে কোনও কাজ করতে পারেননি। টালিগঞ্জে এখন গেছে কাজ করতে। মানুষ এর জবাব দেবে। মমতা ব্যানার্জির তোপ, একজন শিল্পী হয়ে কেউ এত মিথ্যা বলতে পারে আগে জানা ছিল না।
Comments are closed.