পোর্টালে কৃষকদের নাম তুলে দিয়েছি এবার মোদীজি টাকা দিন, কিষাণ নিধি নিয়ে পাল্টা চাপের রাস্তায় মমতা

শপথ গ্রহণের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা চেয়ে মোদীর কাছে চিঠি লিখলেন মমতা। সেই চিঠিতে তিনি বলেছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের নাম পোর্টালে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ভোটের সময় বলেছিলেন কৃষকদের ১৮,০০০ টাকা করে দেওয়া হবে। এবার সেই টাকার দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বাংলায় ক্ষমতায় এসেই কৃষকদের ১৮ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি এও অভিযোগ করেন, সব রাজ্য এই প্রকল্পের সুবিধা পেলেও বাংলা এখনও পায়নি। মমতা ব্যানার্জির সরকার এই প্রকল্প চালু করছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। রাজ্যের প্রায় ৭০ লক্ষ কৃষক বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে বলেছিলেন মোদী।

শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই মোদীকে লিস্ট পাঠিয়ে পাল্টা চাল দিলেন মমতা ব্যানার্জি। মমতা বলেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তা এখনও পূরণ হয়নি। এই নিয়ে একটি চিঠিও লিখেছেন তিনি বলে জানান। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এই প্রকল্পে ২১ লক্ষ ৭৯ হাজার কৃষক নাম রেজিস্টার করেছেন। তাঁদের মধ্যে ১৪ লক্ষ ৯১ হাজার ডেটা পোর্টালে আপলোড করা হয়েছে।

দেখে নিন সেই চিঠি

বাংলায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই মঙ্গলবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সেই চিঠিতে কোভিড চিকিৎসার জন্য শয্যা সংখ্যা বাড়ানোর আবেদন করা হয়েছিল। রাজ্যে ১০ হাজার ডোজ রেমডিসিভির লাগবে রোজ বলে জানান তিনি।

Comments are closed.