ক’দিন আগেই বাংলায় ভোট পরবর্তী হিংসার জন্য তৃণমূলের তীব্র নিন্দা করে কড়া বিবৃতি দিয়েছিলেন। জানিয়েছিলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরায় রাজনৈতিক হানাহানি এখন ইতিহাস। সেই ত্রিপুরার রাজধানী আগরতলায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার।
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর হামলার অভিযোগ। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজারে সোমবার বিকেলে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হয়েছেন কয়েকজন প্রবীন সিপিএম নেতা।
সম্প্রতি কয়েকজন সিপিএম সমর্থক হামলার শিকার হয় বলে অভিযোগ করে বামেরা। আক্রান্তদের সঙ্গে কথা বলতে শান্তিরবাজারে গিয়েছিলেন মানিক সরকার সহ আরও কয়েকজন সিপিএম নেতা। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই সময় ইট, পাথর, কাচের বোতল নিয়ে হামলা চালায়।
পুলিশের সামনেই তাঁদের ওপর ক্রমাগত পচা ডিম, পাথর, বোতল ছোঁড়া হচ্ছিল বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। তাঁর আরও অভিযোগ, পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, সিপিআইএমের প্রতিনিধিদল যে এলাকায় যাবে, তা আগেভাগেই রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছিল। অভিযোগ হামলাকারীদের না হঠিয়ে উল্টে পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বলে। সিপিএম একটি টুইট করে হামলার ভিডিও শেয়ার করেছে।
Manik Sarkar led delegation with CPIM MLAs attacked today at Shantirbazar, Tripura by BJP goons. CPIM strongly condemns this and demands immediate arrest of the people involved. BJP Govt in the state has lost credibility and is using such tactics to stop the opposition. Shameful! pic.twitter.com/TybvyviudK
— CPI (M) (@cpimspeak) May 10, 2021
মানিক সরকার পুরো ঘটনার জন্য দায়ী করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই হিংসা বেড়ে গেছে বলে দাবি করেছেন মানিক সরকার। কোভিড পরিস্থিতিতে যেভাবে কয়েকশো লোক তাদের ঘিরে রেখেছিল, তাতে রাজ্যের কোভিড নিয়ন্ত্রণে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মানিক সরকার।
Comments are closed.