শনিবার সকালে দুর্ভোগের মুখে পড়লেন শিয়ালদহ মেন শাখার নিত্য যাত্রীরা। শুক্রবার রাত থেকেই বাতিল হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। কয়েকটি ট্রেন দেরিতে চলছে। যার জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছে নিত্যযাত্রীরা।
রেলের তরফে আগেই জানানো হয়েছিল, নৈহাটি এবং কল্যাণী স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিং-এর কাজ হচ্ছে। যে কারণেই ওই রুটে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল হয়েছে। যাত্রীদের অভিযোগ, যে ট্রেনগুলো চলছে সেগুলোও সময় মতো চলছে না। ফলে অনেকেই সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারছেন না। রেলের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত এই ব্যবস্থা থাকবে। যার ফলে আরও কয়েক দিন যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হবে।
নিত্যযাত্রীদের অনেকেই এদিন অভিযোগ করেছেন, শনিবার প্রতিটা ট্রেনই ২০-২৫ মিনিট দেরিতে করে ছাড়ছে। এক একটি স্টেশনে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়েও থাকছে। ফলে সপ্তাহের শেষ হলেও যাত্রীদের ভিড় বেড়েই চলেছে। তার ওপরে নিত্যযাত্রীদের অনেকেই ঠিক সময়ে অফিসে পৌঁছতে পারছেন না। রেলের তরফে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে যে ট্রেনগুলো চলছে, সেগুলো যাতে সময় মতো ছাড়া যায়, সেদিকটাও দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
Comments are closed.