শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল বেশ কয়েকটি লোকাল ট্রেন; জানুন বিস্তারিত 

আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের প্রথমে সপ্তাহে দূর্ভোগের মুখে পড়বেন রেল যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, আগামী মাসে চার দিন শিয়ালদহ ডানকুনি শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রারও নিয়ন্ত্রণ করা হয়েছে।

জানা গিয়েছে, ডানকুনি-খড়গপুর শাখায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। যার জন্য ২, ৩, ৯, ১০ সেপ্টেম্বর ২৪০ মিনিট ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে। এর জেরে ৩ এবং ১০ সেপ্টেম্বর কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ডানকুনি থেকে পাঁচটা লোকাল ট্রেন এবং শিয়ালদহ থেকে পাঁচটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদহ ডানকুনি শাখা অত্যন্ত ব্যস্ত একটি রুট। মাসের প্রথমেই ট্রেন বাতিল থাকায় নিত্যযাত্রীরা চূড়ান্ত ভোগান্তির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments are closed.