পুজোর আগে শেষ রবিবার। তার ওপরে মহালয়ার ছুটি। পুজোর বকেয়া কেনাকাটার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন। কিন্তু আপনি যদি শিয়লাদহ মেন শাখার যাত্রী হন, তবে আপনার জন্য খারাপ খবর। আগামী শনি ও রবিবার শিয়ালদহ মেন শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ইচ্ছাপুর স্টেশনের কাছে রেলের কাজ চলবে। তাই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার এবং মহালয়ার দিন অর্থাৎ রবিবার ইচ্ছাপুর 56/T-ব্রিজে গার্ডার প্রতিস্থাপনের কাজ হবে। সে কারণে শনিবার রাত ১১টা থেকে রবিবার বেলা পর্যন্ত কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
শনি ও রবিবার বন্ধ থাকবে শিয়ালদহ-নৈহাটি, নৈহাটি-শিয়ালদহ, শিয়ালদহ- রানাঘাট, রানাঘাট-শিয়ালদহ, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, কল্যাণী সীমান্ত-শিয়ালদহ, শিয়ালদহ – কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর – শিয়ালদহ শাখার ট্রেন।
যাত্রীদের ভোগান্তির জন্য পূর্ব রেলের তরফে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। যদিও রবিবার বেলার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানানো হয়েছে। যার ফলে বিকেলের দিকে পুজোর কেনাকাটা করতে আসতে পারবেন সাধারণ যাত্রীরা।
Comments are closed.