মার্তিনেজে মজে শহরের ফুটবলপ্রেমীরা। ‘ডিবু’ও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভক্তদের উন্মাদনা। মঙ্গলবারের পর বুধবারও একগুচ্ছ কর্মসূচি ছিল মার্তিনেজের। এদিন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর আমন্ত্রণে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যান। সেখানে মারাদোনার মূর্তিতে মাল্যদান করেন তিনি। আর্জেন্টিনা থেকে এত দূরে মারাদোনার মূর্তি দেখে আপ্লুত বিশ্বকাপজয়ী তারকা।
এদিন শ্রীভূমি ক্লাবের তরফে মার্তিনেজের হাতে তুলে দেওয়া হয় ‘সোনার গ্লাভস’। ‘গ্লাভস’ নিয়ে মার্তিনেজ কাতার বিশ্বকাপের মতোই সেই বিতর্কিত পোজ দেন। যা নিয়ে সে সময় উত্তাল হয়েছিল গোটা ফুটবল বিশ্ব। মার্তিনেজের এদিনের সেলিব্রেসেনেও ধরা দিল সেই মুহূর্তে। মুহূর্তে ফিরিয়ে আনলেন কাতার বিশ্বকাপের সেই মুহূর্ত।
উল্লেখ্য সোমবারই কলকাতায় পা রেখেছেন আর্জেন্টাইন তারকা। তবে সেদিন কোনও অনুষ্ঠানে যোগ দেননি মার্তিনেজ। মঙ্গলবার থেকে টানা একের পর এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। এবং যেখানেই উপস্থিত হচ্ছেন তাঁকে দেখতে উপচে পড়ছে জনতার ভিড়। বুধবারও হুডখোলা জিপে করে শ্রীভূমি যাওয়ার পথে মার্তিনেজকে দেখতে রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষের ভিড়। প্রত্যেকের মুখেই তখন ‘ডিবু, ডিবু’ চিৎকার। সব মিলিয়ে আর্জেন্টিনার গোলরক্ষক নিয়ে উত্তাল শহরের ক্রীড়াপ্রেমীরা।
Comments are closed.