বন্ধ সেলিমের ট্যুইটার অ্যাকাউন্ট! কেন্দ্রের কৃষি আইনের ধারাবাহিক বিরোধিতার জের?
কিষাণ একতা মোর্চা ও ক্যারাভান ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডলও সাময়িক ভাবে বন্ধ
বন্ধ করে দেওয়া হল মহম্মদ সেলিমের ট্যুইটার অ্যাকাউন্ট। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে, কৃষকদের পক্ষ নিয়ে ধারাবাহিক সওয়াল করার জেরে সাময়িক ভাবে মহম্মদ সেলিমের ট্যুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
প্রাক্তন সাংসদ তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের ট্যুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সোমবার দুপুর ৩.৫৬ নাগাদ সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজ থেকে একটি ছবি পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়। পোস্টে ট্যুইটার কর্তপক্ষের তরফে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তারও একটি স্ক্রিন শট শেয়ার করা হয়।
সিপিএম নেতা সেলিমের পাশাপাশি কিষাণ একতা মোর্চা ও ক্যারাভান ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডলও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিগত কিছুদিন ধরেই ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে আন্দোলন স্থলগুলোতে। তা নিয়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে। বিরোধীরা বলছেন, একটা সময় ছিল যখন ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে নেট পরিষেবা বন্ধ করা হতো। এখন সত্যিকে চাপা দিতে নেট বন্ধ করা হচ্ছে।
Comments are closed.