একজনের বয়েস ২৪ বছর। আরও কয়েকটি বিশ্বকাপ খেলতে পারবেন। গত বিশ্বকাপে ইতিমধ্যেই সোনালী ট্রফি ছুঁয়ে ফেলেছেন। কাতার বিশ্বকাপেও পরপর দু’বার কাপ জয়ের রেকর্ডের সুযোগ রয়েছে। দলের মতো নিজেও রয়েছেন দুরন্ত ছন্দে। তিনি কেলিয়ান এমবাপে।
ওপর জন ৩৫। সেমি ফাইনালে উঠে ঘোষণা করে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ফুটবল বিশ্বের শিখরে পৌঁছলেও সেই বহু কাঙ্খিত সোনালী ট্রফি এখনও অধরা। তিনি লিওনেল মেসি। ফুটবলের জাদুকর। আর্জেন্টিনা তো বটেই বিশ্বের একটি বড় অংশের ফুটবল প্রেমীরা চাইছে এবারের কাপটা মেসির হাতেই উঠুক। এই পরিস্থিতি রবিবার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামছেন এমবাপে এবং মেসি। দুই মহাতারকার দ্বৈরথ দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। এর মধ্যেই ফাইনালে নামার আগে বিশেষ বার্তা দিলেন আর্জেন্টিনার মহাতারকা।
এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই পাঁচটা ফাইনাল জিতে গিয়েছে। আশা রাখছি রবিবারও আরও একটা ফাইনাল জিতব। পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর আর্জেন্টিনার জন্য লিগ পর্বের ম্যাচগুলোও ছিল নক-আউটের মতোই। একটি হারলেই তাদের বিশ্বকাপ যাত্রায় ইতি টানতে হত। তারপর নক আউট পর্যায়ে তো প্রতিটি ম্যাচেই চমক দেখিয়েছে আর্জেন্টিনা। প্রত্যেকে ম্যাচেই যেন নিজেদেরকেই ছাপিয়ে গিয়েছে নীল সাদা ব্রিগেড। ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার যেভাবে খেলছে তাতে অনেকের মতেই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার মেসিরাও। আর্জেন্টিনার অধিনায়ক সেই বিষয়টিই বোঝাতে চেয়েছেন।
এদিকে মেসির আত্মবিশ্বাসে বাড়তি জোর পেয়েছে সমর্থক থেকে দলের খেলোয়াড়রা। ফ্রান্সের সঙ্গে লড়াইটিও তারা বাকি ম্যাচগুলোর মতোই দেখতে চাইছে। এই অবস্থায় কাতার বিশ্বকাপে শেষ হাসি কোন দল হাসে এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।
Comments are closed.