পিএসজি ছেড়ে আমেরিকার ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। পুরোনো ক্লাব বার্সেলোনা বা সৌদির আল হিলালে যোগ দেননি। ডেভিড ব্যাকহামের প্রস্তাবে সাড়া দিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন। ঘনিষ্ঠ মহলে মেসি আগেই জানিয়েছিলেন, খেলোয়াড় জীবনের শেষ পর্যায়টা তিনি আমেরিকার কোনও ক্লাবেই খেলতে চান। যার ফলে মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রশ্ন উঠছে, তাহলে কি খুব শীঘ্রই অবসরের পথে ফুটবলের ম্যাজিক ম্যান?
কাতার বিশ্বকাপ খেলার সময়ই মেসি ঘোষণা করেছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। যদিও পরে তিনি জানান, দেশের জার্সিতে আরও কিছু দিন খেলতে চান। তাহলে কি ২০২৬ বিশ্বকাপেও নীল সাদা জার্সিতে দেখা যাবে লিওকে? সম্প্রতি আর্জেন্টিরা অধিনায়ককে এই প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে মেসি স্পষ্ট জানিয়েছেন, কাতার বিশ্বকাপই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ ছিল। বলেন, আগামী দিনগুলোতে কেমন খেলব জানিনা। তবে সবদিক বিচার করলে, হয়তো পরের বিশ্বকাপ খেলা আমার উচিত হবে না। অর্থাৎ আগামী বিশ্বকাপে মেসিকে মাঠে দেখতে পাওয়ার সম্ভবনা কম। সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই মেসি ভক্তদের মন খারপ।
যদিও কাতার বিশ্বকাপ জয়ের পরে মেসির সতীর্থরা একযোগে বলেছিলেন, তাঁরা চান ২০২৬-এ মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অংশগ্রহন করুক। কোচ লিওনেল স্কালোনিও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসির জন্য জাতীয় দলের দরজা খোলা থাকবে। মেসির পরের বিশ্বকাপ খেলা নিয়ে তাঁরা আশাবাদী।
Comments are closed.