শেষ ম্যাচ খেলবেন শুক্রবার; মেসি’র পিএসজি ত্যাগে সিলমোহর ক্লাব-কোচের

সব জল্পনার অবসান। লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন। এবং এ কথা ঘোষণা করেছেন পিএসজি’র হেড কোচ ক্রিস্তোফ গালতিয়ের। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ খেলোয়াড়কে কোচিং-এর সুযোগ পেয়েছি। ক্লেরমন্টের বিরুদ্ধে খেলতে নামছে পিএসজি। এটাই হবে ক্লাবের হয়ে ওঁর শেষ ম্যাচ। 

এক ম্যাচ আগেই ফ্রান্সের লীগ ওয়ানের খেতাব জিতে নিয়েছে পিএসজি। শুক্রবার ভারতীয় সময় রাত একটায় ক্লেরমন্টের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামছে পিএসজি। আর এটাই হবে পিএসজির জার্সিতে মেসির খেলা শেষ ম্যাচ। 

২০২১-এ প্রিয় বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাবে সই করেন লিও মেসি। তবে কাতার বিশ্বকাপের পর থেকেই পিএসজি’র সঙ্গে মেসির সম্পর্ক নিয়ে নানান খবর প্রকাশ্যে আসছিল। বহু দিন ধরেই জল্পনা ছিল মেসি পিএসজি ছাড়ছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষের তরফে কিছু জানানো হচ্ছিল না। এর মধ্যেই ক্লাবকে না জানিয়ে সৌদি আরব পাড়ি দেন মেসি। যা নিয়ে লিওকে দুসপ্তাহের জন্য সাসপেন্ড করে পিএসজি। তখনই জানা গিয়েছিল, মেসির পিএসজি ছাড়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। অবশেষে সেই তারিখ প্রকাশ্যে চলে এল। 

Comments are closed.