আগামী মঙ্গলবার দোল। বুধবার হোলি। দোল আর হোলি উপলক্ষ্যে মেট্রো চলাচলের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় এই দুইদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে কম মেট্রো চলাচল করবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোও কম সংখ্যায় চলবে। মেট্রো সূত্রের খবর, ৭ মার্চ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ৬০টি ট্রেন চলবে। মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ১০৬ টির পরিবর্তে আপ-ডাউন মিলিয়ে ২২টি ট্রেন চলবে।
দোলের পরের দিন বুধবার হোলি। হোলি উপলক্ষ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ২৮৮টির বদলে ৯৪ করে আপ-ডাউন মিলিয়ে মোট ১৮৮টি ট্রেন চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর ২.৩০ মিনিটে ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও ছাড়বে দুপুর ২.৩০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেন ছাড়বে দুপুর ২.৩০ মিনিটে।
অন্যদিকে দোলের দিন অর্থাৎ মঙ্গলবার ১০৬টির বদলে আপ-ডাউন মিলিয়ে ২২টি ট্রেন চালানো হবে। প্রথম ট্রেন ছাড়বে দুপুর ৩ টের সময়। পাশাপাশি এই রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টার সময়। বুধবার হোলির দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ৯০টি ট্রেন চলবে।
Comments are closed.