সোমবার স্বাধীনতা দিবস। ওইদিন কম সংখ্যায় মেট্রো চলবে। তবে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়সূচী একই থাকছে। মেট্রো সূত্রে খবর, অন্যদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ২৮৮ টি মেট্রো চলে। কিন্তু স্বাধীনতা দিবসের দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১৮৮ টি মেট্রো চলবে।
পাশাপাশি মেট্রোর পক্ষ থেকে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়সূচীর কথা জানানো হয়েছে। বলা হয়েছে, দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোও ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটেই। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রোও রাত ৯ টা ৪০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রাত ৯.৩০ মিনিটে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোতে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম ট্রেন সকাল ৬টা ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টায়। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯ টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো রাত ৯.৪০ মিনিটে।
উল্লেখ্য, মহরমের দিন ৯ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার কম সংখ্যায় চলেছিল মেট্রো। বলা হয়েছিল ওইদিন ছুটি তাই অফিস, স্কুল, কলেজ সব ছুটি। সেইকারণে কম চালানো হবে মেট্রো। ওইদিনেও ১৮৮ টি মেট্রো চালানো হয়েছিল।
Comments are closed.