জম্মু কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা। মৃত্যু কমপক্ষে ১১ জনের আহত আরও অনেকে। বুধবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সওজিয়ানে দুর্ঘটনার কবলে পড়ে একটি মিনিবাস। বাসটিতে ৩৬ জন যাত্রী ছিলেন। বাসটি পুঞ্চ থেকে গালি ময়দানে যাওয়ার পথে খাদে পড়ে যায়। প্রাথমিক ভাবে উদ্ধার কাজে নেমে পড়েন গ্রামবাসীরা।
উদ্ধারকাজে নেমে পড়েছেন স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের আত্মীয়দের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইট করে তিনি জানিয়েছেন, পুঞ্চের সওজিয়ানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। এই ঘটনায় গভীরভাবে শোকগ্রস্থ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
The loss of lives in a tragic road accident in Sawjian, Poonch is deeply distressing. My thoughts and prayers are with the bereaved families. I wish speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) September 14, 2022
শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
Pained to learn about the loss of lives in a bus accident in Poonch, Jammu and Kashmir. My deepest condolences to the bereaved family members and prayers for the speedy recovery of the injured.
— Vice President of India (@VPSecretariat) September 14, 2022
আহতদের সেরা চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করে তোলার জন্যও নির্দেশ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের। অনুমান করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
Comments are closed.