রাজ্য পর্যটন নিগমের শীর্ষেপদে এলেন ইন্দ্রনীল সেন; নির্দেশিকা জারি পর্যটন দফতরের 

আমলার জায়গায় মন্ত্রী। রাজ্য পর্যটন নিগমের শীর্ষপদে এলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এতদিন এই পদে ছিলেন আমলা নন্দিনী চক্রবর্তী। পাশাপাশি পর্যটন দফতরের সচিবের পদেও ছিলেন নন্দিনী চক্রবর্তী। যদিও ওই দায়িত্বে তিনি থাকছেন।

এদিন পর্যটন দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নন্দিনী চক্রবর্তীর জায়গায় পর্যটন নিগমের চেয়ারপার্সন করা হয়েছে ইন্দ্রনীল সেনকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে।

পর্যটন নিগমের চেয়ারপার্সন হওয়ার আগে নন্দিনী চক্রবর্তী রাজ্যপালের প্রধান সচিব ছিলেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয়। যা নিয়ে সে সময় নবান্নের সঙ্গে রাজভবনের কিছুটা ঠান্ডা লড়াইও চলছিল। যদিও পরে নন্দিনী চক্রবর্তীকে পর্যটন নিগমের শীর্ষপদে সেই সঙ্গে পর্যটন দফতরের সচিব করা হয়।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন ব্যবস্থাকে ঠেলে সাজাতে বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সে দিক থেকে পর্যটন দফতর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর। এরকম এক গুরুত্বপূর্ণ দফতরে রদবদল নিয়ে নানান জল্পনাও শুরু হয়েছে। যদিও পর্যটন দফতরের দাবি, নন্দিনী চক্রবর্তীকে পদ থেকে সরানো একটি নিয়মমাফিক কাজ।

 

Comments are closed.