মন্ত্রিসভার রদবদল; পুনরায় পর্যটনমন্ত্রী হলেন ইন্দ্রনীল, দায়িত্ব বাড়ল বনমন্ত্রী, কৃষিমন্ত্রীর 

জল্পনা মতোই বিদেশ সফরের আগে মন্ত্রিসভার রদবদল সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাতে করে ফের একবার দায়িত্ব বাড়ল কিছু মন্ত্রীর। একই সঙ্গে অনেকের দফতরের রদবদলও হয়েছে।

মন্ত্রিসভার রদবদলের জেরে পর্যটন দফতর খোয়ালেন বাবুল সুপ্রিয়। পর্যটন দফতর ফিরে পেলেন ইন্দ্রনীল সেন। বাবুল সুপ্রিয়র আগে ওই দফতরের দায়িত্বে তিনিই ছিলেন। সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারেরও দায়িত্ব বাড়ানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, বাবুল সুপ্রিয় আগে পর্যটন দফতরের সঙ্গে তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন দফতরের দায়িত্ব ছিলেন। সেটি থাকছেই। সেই সঙ্গে এবার তিনি পাচ্ছেন, অচিরাচরিত শক্তি দফতর। ইন্দ্রনীল সেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। তার সঙ্গে যোগ হচ্ছে পর্যটন দফতর। বন দফতরের পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক পাচ্ছেন গুরুত্বপূর্ণ শিল্প পুনর্গঠন দফতর।

পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েত দফতরের পাশাপাশি সমবায় দফতরের দায়িত্ব সামলাবেন। এতদিন সমবায়মন্ত্রী ছিলেন অরূপ রায়। তাঁর গুরুত্ব কিছুটা কমল। তাঁকে সমবায় থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাদ্যপ্রক্রিয়াকরণ দফতর।

Comments are closed.