২০২০ মতো এবারেও দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাদ পড়েছে রাজ্যের ট্যাবলো! সূত্রের খবর এমকটাই। ফি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজপথে সেনার কুচকাওয়াজ সহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই শোভাযাত্রায় বিভিন্ন রাজ্যের ট্যাবলো থাকে। ২০২০ সালে বাংলার থিম ছিল ‘কন্যাশ্রী’। যা প্রতিরক্ষামন্ত্রক স্বীকৃতি দেয়নি। এবারেও ফের একবার একই ঘটনা ঘটলো।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে এবারে প্রজাতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব’। কেন্দ্রের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবারে রাজ্যের তরফে ট্যাবলোর বিষয় ছিল বাংলা তথা দেশের স্বাধীনতার নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশের স্বাধীনতায় নেতাজির অবদান সেই সঙ্গে এবারে দেশনায়কের ১২৫ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই এই থিম ঠিক করা হয়।
নেতাজি এবং তাঁর আইএনএ নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য। কিন্তু জানা গিয়েছে, প্রতিরক্ষামন্ত্রকের তৈরি কমিটি রাজ্যের সেই প্রস্তাব নাকচ করেছে। দিল্লিতে রাজ্য সরকারের রেসিডেন্স কমিশন দফতর সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নিয়ে ওই কমিটি পাঁচটি বৈঠক করলেও তার একটিতেও ডাক পায়নি রাজ্য। এদিকে ইতিমধ্যেই জোরকদমে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে।
উল্লেখ, যদিও ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত এখনও নবান্নকে লিখিত ভাবে জানায়নি কেন্দ্র। এই বিষয়ও রাজ্য বা কেন্দ্র কোনও পক্ষের তরফেই এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.