অমিত শাহ নিখোঁজ, পোস্টার পড়ল হাবড়ায়। পোস্টারে বিধানসভা নির্বাচনে হাবড়ায় বিজেপি প্রার্থী রাহুল সিংহের নামও রয়েছে বলে জানা গিয়েছে।
পোস্টারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাহুল সিংহের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। এরআগে সোমবার হাবড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এলাকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছিল বিজেপি। বিজেপির অভিযোগ ছিল জয়ী হওয়ার পর এলাকার জন্য কোনও কাজ করছেন না জ্যোতিপ্রিয় মল্লিক। এরপরেই বিজেপি প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই ধরণের পোস্টার দেখা যায়। এই প্রসঙ্গে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব হালদার বলেন, এলাকাবাসী নয় এসব তৃণমূলের চক্রান্ত। অন্যদিকে এইসব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি ভোটের আগে অমিত শাহ একাধিক বার হাবড়ায় এসেছেন। প্রতিশ্রুতি মতন কোনও কাজ করেনি বিজেপি, তাই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
Comments are closed.