প্রতিবাদের শহরে প্রতিবাদী পোস্টারের অভিনব শিল্প প্রদর্শনী

শহর কলকাতা। কারও কাছে কল্লোলিনী কলকাতা। কেউ বা আবার ডাকে তিলত্তমা বলে। এ শহর হুজুগে মাতে, কারও মতে আবার এ শহরের আবেগ বেশি, অনুভূতি কম। সে অনুভূতি কম-বেশি যাই হোক, প্রতিবাদী সত্তা যে কলকাতা শহরের অন্যতম পরিচয়, তা একবাক্যে স্বীকার করেন সকলেই। হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ হোক বা মার্কিন সাম্রাজ্যবাদ, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তাগিদে হোক বা মৌলবাদের বিরোধিতায়, সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে দিল্লির নির্ভয়াকাণ্ড, হোক কলরব থেকে সিরিয়ায় শিশুমৃত্যু, দেশের হোক বা বিদেশের, নানা ইস্যুতে পথে নেমেছে এই শহর। রাজপথে উঠেছে প্রতিবাদের ঢেউ।

প্রতিবাদের শহর কলকাতা এবার সাক্ষী থাকতে চলেছে প্রতিবাদী এক চিত্র প্রদর্শনীর। শুক্রবার থেকে কলকাতার ইস্টার্ণ মেট্রোপলিটন বাইপাসের কাছে কালিকাপুর কমিউনিটি সেন্টারে (একত্রে বাড়ি) শুরু হতে চলেছে এক অভিনব পোস্টার প্রদর্শনী। মূলত চার শিল্পী জগন্নাথ, অংশুমান, কাঞ্চন এবং অতনু’র ব্যক্তিগত উদ্যোগে এই পোস্টার প্রদর্শনীতে স্থান পাচ্ছে রাজ্যের ১৬ জন শিল্পীর প্রায় ৪০টি প্রতিবাদী পোস্টার। উদ্যোক্তাদের তরফে অতনুবাবু (উদ্যোক্তাদের কেউই নিজের পদবী ব্যবহার করেন না) জানিয়েছেন, শিশু নির্যাতন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদ, রাজনৈতিক অত্যাচার-পাশবিকতার বিরোধিতা থেকে মানুষের বেঁচে থাকার দাবি, ইত্যাদি একাধিক ইস্যুতে হাতে আঁকা এই পোস্টারগুলি স্থান পাচ্ছে প্রদর্শনীতে।

প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।

Leave A Reply

Your email address will not be published.