বর্তমানকালে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই। মিঠাই সিরিয়ালটি ২০২১ সালের ৪ জানুয়ারি শুরু হয়। সুখ দুঃখের মুহূর্তের সাথে একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে তৈরি হয় এই সিরিয়ালটি। প্রথম থেকেই এই সিরিয়ালটি দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করে। ৪৬ বার টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। এই সিরিয়ালের মূল চরিত্র মিঠাই এ পাঠ করছেন সৌমিতৃষ্ণা কুন্ডু। আর সিডের চরিত্রে পাঠ করছেন আদ্রিত রায়। মিঠাই এর দর্শকদের জন্য রয়েছে এক দুঃখের সংবাদ। এবার মিঠাই সিরিয়ালটি শেষ হতে চলেছে।
মিঠাই সিরিয়ালে খলনায়ক হলেন ওমি আগরওয়াল। মোদক পরিবারকে ধুলিস্যাৎ করার জন্য ওমি আগরওয়াল মনোহারাতে টাইম বোম বেঁধে দিয়েছিল। সিদ্ধার্থ আর মিঠাই গোপালের সাহায্য নিয়ে সঠিক তারটা কেটে দিয়ে মনোহরাকে বিপদ থেকে বাঁচিয়েছে। পুলিশ যখন ওমির ডেরাতে পৌঁছায়। ওমি তখন পালাতে যাবে।ওমি যখন পালানোর চেষ্টা করবে তখন সিদ্ধার্থ তাকে ধরে ফেলবে। সিদ্ধার্থের সঙ্গে হাতাহাতি হবে। অবশেষে ওমি নিজের হাতে থাকা বন্দুকের গুলিতে নিজেই নিহত হয়। কিন্তু সেখানে পুলিশ উপস্থিত ছিলেন না। তাই পুলিশ ভাববেন যে সিদ্ধার্থ ওমিকে খুন করেছে। তাই সিদ্ধার্থকে অ্যারেস্ট করে স্পেশাল পুলিশ অফিসার সুদীপ্ত রায়।
স্বামী জেলে যাওয়ার পর মিঠাই খুবই ভেঙে পড়ে। কোনো দোষ না করেই সিদ্ধার্থ শাস্তি পাচ্ছে।
মিঠাই নিজে হাতে রান্না করে নিয়ে গিয়ে স্বামীর সঙ্গে জেলে দেখা করতে গেছে। এমনকি সে স্বামীকে নিজের হাতে খাইয়ে পর্যন্ত দেয়। অবশেষে গোপালের কৃপায় বাড়ি ফিরেছে সিদ্ধার্থ। তবে এবার শেষ হয়ে যাচ্ছে মিঠাই ধারাবাহিক। সিডের পোস্ট দেখে আকাশ ভেঙ্গে পড়েছে মিঠাইয়ের দর্শকদের।
সম্প্রতি মিঠাই ধারাবাহি কে পালিত হতে চলেছে জন্মাষ্টমীর অনুষ্ঠান। জন্মাষ্টমীর অনুষ্ঠানের শুটিং সেটের কিছু ফটো আদৃত রায় তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। ওই ছবিতে একসঙ্গে দেখা গেল চারমাথা অর্থাৎ সিড, রাতুল, রুদ্র, রাজিবকে। জন্মাষ্টমীর সাজগোজ আর সকলের পরনে সাদা পাঞ্জাবি। বোঝাই যাচ্ছে এটা জন্মাষ্টমী স্পেশাল লুক। ক্যাপশনে আদৃত রায় লিখেছেন “আমরা আগামীকাল থাকি বা না থাকি এই মুহূর্তগুলো আগামীকাল থেকে যাবে”।
এই ক্যাপশন দেখে মিঠাই দর্শকদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। সকলেই ভাবছে যে এই সিরিয়ালটি হয়তো এবার শেষ হতে চলেছে। খুব কম সময়ে জনপ্রিয়তা লাভ করা মিঠাই সিরিয়ালটিকে দর্শকরা এখনই বিদায় দিতে চাইছেন না।
Comments are closed.