‘মানুষের সঙ্গে আমার আত্মার যোগ’ বাঁকুড়ার রোড শোতে মহাগুরুকে দেখতে মানুষের ঢল

রোড শো শুরু হয় বাঁকুড়ার শালতোড়া থেকে

নির্বাচন দোড়গোড়ায়। শেষ মুহূর্তে বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর হয়ে প্রচার সভায় নামলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। রোড শো শুরু হয় বাঁকুড়ার শালতোড়া থেকে। এরপর একে একে পুরুলিয়ার মানবাজার, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রোড শো করবেন তিনি।
inline1
রোড শোয় সাধারণ মানুষের যেমন সমর্থন পেলাম তাতে আমি অভিভূত। মানুষের সঙ্গেই তো আমার আত্মার যোগ, বলেন ডিস্কো ডান্সার মিঠুন। পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আনার লক্ষ্যে এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে বিজেপিতে পা রেখেছেন তিনি বলেও দাবি মিঠুন চক্রবর্তীর।
inline2
এদিন হেলিকপটারে বাঁকুড়ার শালতোড়ায় নামেন মিঠুন চক্রবর্তী। কিন্তু হেলিকপ্টার মাটি ছুলেও মাটিতে নামতে পারেননি মিঠুন। মহাগুরুকে দেখতে বহু মানুষের ভর হয়ে যায় হেলিপ্যাডে। মিঠুনকে নামানোর ঝুঁকি নেননি নিরাপত্তারক্ষীরা। অনেক পরে ভিড় সরিয়ে বেরিয়ে আসেন মিঠুন চক্রবর্তী। এদিন রোড শোতেও মানুষ মিঠুনকে এক ঝলক দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন। কার্যত মানুষের ভিড়ে ভেসেই রোড শো করেন মিঠুন। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি প্রার্থী।

Comments are closed.