২ মন্ত্রী হারানোর দিন বাংলার প্রাপ্তি ৪ মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং নিশীথ প্রামাণিক। তাঁদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
মতুয়া, রাজবংশী, আদিবাসী। এই তিন সম্প্রদায় থেকে মন্ত্রী করে বার্তা দিল মোদী সরকার। রাজ্যে ভরাডুবি হলেও উত্তরবঙ্গে ভাল ফল করেছে বিজেপি। এবার সেই এলাকার আলিপুরদুয়ারের সাংসদ তথা আদিবাসী নেতা জন বার্লা এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে প্রতিমন্ত্রী করা হয়েছে। বিধানসভায় ভাল ফলের পুরস্কার বলে মনে করা হচ্ছে। জন বার্লা ক’দিন আগেই পৃথক উত্তরবঙ্গের দাবি তুলে তোলপাড় ফেলে দিয়েছিলেন। এবার জন পৌঁছে গেলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আবার রাজবংশী সম্প্রদায়ের নিশীথ প্রামাণিককে মন্ত্রী করেও বার্তা দিয়েছেন মোদী। দক্ষিণবঙ্গ থেকেও দু’জন প্রতিমন্ত্রী। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হলেন। এই খবরে ঠাকুরনগরে উৎসবের আমেজ। অন্যদিকে বাঁকুড়ার ডাক্তার সুভাষ সরকারকে প্রতিমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদী। সুভাষ বাবু সহ সকলেই এই প্রথম সাংসদ হয়েছেন। আর সাংসদ হয়েই তাঁরা পৌঁছে গেলেন মন্ত্রিসভায়।
বাংলা থেকে আগে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী প্রতিমন্ত্রী ছিলেন। তাঁরা দুজনেই বাদ পড়েছেন। বাংলায় পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের প্রেক্ষিতে নতুন চারজন প্রতিমন্ত্রীর কার্যকলাপের দিকে এখন সকলের নজর।
Comments are closed.