প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গলার সোনালি রং এর মালা উপহার হিসাবে পাঠালেন এক আইআইটি ছাত্রকে। ট্যুইটারে একটি ছোট্ট আবেদন জানিয়ে ছিলেন রাবেশ কুমার সিংহ। ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনিং এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তিনি। আইআইটির ওই পড়ুয়া প্রধানমন্ত্রীর ট্যুইটার পেজে লেখেন, মধ্যপ্রদেশে এপ্রিল মাসে পঞ্চায়েতিরাজ দিবসে ওই সোনালি রং এর মালাটি গলায় পরে নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। রাবেশ আবেদন জানান, এই রকম মালা কি তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে পেতে পারেন? রাবেশের আবদারে সাড়া দেন মোদী। কয়েকদিন বাদেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি চিঠি পান ওই ছাত্র। খাম খুলতেই চমকে ওঠেন তিনি। খামের ভেতর রয়েছে সেই সোনালি রং এর মালা, সঙ্গে প্রধানমন্ত্রীর চিঠি। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, রাবেশকে উপহার হিসেবে তিনি ওই মালা পাঠালেন। ইঞ্জিনিয়ারিং এর ওই ছাত্রকে ভবিষ্যতের জন্য শুভেছাও জানিয়েছেন তিনি। স্বয়ং প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি ও উপহারে খুশি রাবেশ। ফের ট্যুইটারেই নিজের ভালোলাগা ও সৌজন্য জানিয়েছেন ওই ছাত্র।