সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী,গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি মোদী সরকারের

বেড়ে গিয়েছে সব জিনিসের দাম। দাম বেড়েছে আটা, ময়দার। এই অবস্থায় বিদেশে গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিল মোদী সরকার। শুক্রবার শিল্প ও বাণিজ্য মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আবহে গোটা বিশ্বে কৃষি বাজারে একটা সংকট তৈরি হয়েছে। বিশ্বে সবথেকে বেশি গম উৎপাদন হয় ইউক্রেনে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সাদা তেলের পাশাপাশি গম রফতানিতেও রাশ টেনেছে ইউক্রেন। ফলে অন্যান্য দেশে গমের মূল্য বেড়েছে। এই অবস্থায় গম উৎপাদনকারী অন্যতম দেশ ভারত দ্রব্যমূল্য বৃদ্ধি, গমের বাজার নিয়ে রফতানিতে রাশ টানছে। শুধু ২০২১-২২ অর্থবর্ষে ৭০ লক্ষ টন গম উৎপাদন করেছে ভারত।

সম্প্রতি আফগানিস্তান ও বাংলাদেশে বিশাল পরিমাণ গম রফতানি করেছে ভারত।

Comments are closed.