প্রথম দফার ভোটের আগেই রাজ্যে মোদী, করবেন ৩ টি জনসভা

ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোটগ্রহণের আগেই রাজ্যে আসছেন তিনি। প্রথম দফার ভোটগ্রহণ ২৭ মার্চ। আর ১৮ থেকে ২১ মার্চের মধ্যেই রাজ্যে আসছেন মোদী। রাজ্য বিজেপি সূত্রের খবর, ভোট প্রচারে তিনটি জনসভা করবেন তিনি।

জানা গিয়েছে, প্রথম দুই দফায় যেসব জেলায় ভোটগ্রহণ হবে, সেইসব এলাকাতেই জনসভা করবেন তিনি। আগামী ১৮ মার্চ পুরুলিয়ায় সভা করবেন মোদী। লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় বিজেপি ভালো ফল করেছিল বিজেপি। তাই বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় সভা করছেন মোদী। এরপর রাজ্যের সবথেকে হাইভোল্টেজ জেলা পূর্ব মেদিনীপুরে যাবে তিনি। ২৭ মার্চের প্রথম এবং ১ এপ্রিলের দ্বিতীয় দফায় ৯টি ও ৭টি আসনে ভোটগ্রহণ পূর্ব মেদিনীপুরে। সূত্রের খবর, ২০ মার্চ কাঁথিতে সভা করবেন মোদী। তবে নন্দীগ্রামে জনসভা করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এরপর ২১ মার্চ বাঁকুড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। প্রথম দফার ভোটে বাঁকুড়া জেলাও রয়েছে।

[আরও পড়ুন- জামানত বাঁচাক আগে তারপর তো জয়ের প্রশ্ন! শুভেন্দুকে কটাক্ষ পার্থ চ্যাটার্জির]

বিজেপি সূত্রে আগেই জানা গিয়েছিল, নির্বাচনের আগে রাজ্যে গোটা ২০ সভা করবেন মোদী। ৭ মার্চ ব্রিগেডে জনসভা করেছেন মোদী। এর আগে কাঁথি ও হুগলির ডানলপ ময়দানে জনসভা করেছিলেন তিনি।

Comments are closed.