কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে গঙ্গাঘাটের সংযোগ ঘটাবে এই করিডর। করিডর প্রকল্পের উদ্বোধন ঘিরে বিশাল আয়োজন বারাণসীতে। ৩৩৯ কোটি টাকায় তা নির্মাণ করা হয়েছে এই করিডর। প্রকল্পের প্রথম পর্যায়ে মোট ২৩টি ভবনের উদ্বোধন করা হবে।
যার মধ্যে আছে যাত্রী সুবিধা কেন্দ্র, পর্যটন সুবিধা কেন্দ্র, ফুড কোর্ট, টিকিট কাউন্টার, সংগ্রহশালা, পুজোর সামগ্রীর দোকান ও ৪০টি পুরোনো মন্দিরের সৌন্দর্যায়ন করা হয়েছে। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরকে।
এদিন সকালে বিশেষ বিমানে বারাণসী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে সোজা কাল ভৈরব মন্দির পরিদর্শন করেন। জানা গেছে, দুপুর ১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল ভৈরব মন্দিরে যাবেন। কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেবেন। তারপরই ৩৩৯ কোটি টাকার প্রকল্পের প্রথম পর্যায় করিডর প্রকল্পের উদ্বোধন করবেন।
২০১৯ সালের ৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দিরের এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। তিন বছরের মধ্যেই এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, এই প্রকল্পের সঙ্গে মন্দির সংলগ্ন এলাকায় ৩০০টিরও বেশি সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে। প্রায় ১,৪০০ টি দোকানদার, ভাড়াটে এবং বাড়ির মালিকদের পুনর্বাসন দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বারাণসী জুড়ে। পুলিশ, নিরাপত্তারক্ষী মোতায়েনের পাশাপাশি ৫৫টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে।
Comments are closed.