দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই যোগাযোগ রাখছেন মোদী, ইউক্রেন ফেরত ভারতীয়দের স্বাগত জানাতে গিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী

রবিবার বিশেষ বিমানে ইউক্রেন থেকে দেশে ফিরলেন আরও একদল ভারতীয়।তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। হাঙ্গারির বুদাপেস্ট থেকে দিল্লিতে আসে বিমানটি।

তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী। এদিন মন্ত্রী বলেন, চিন্তার কোনও কারণ নেই, প্রত্যেক ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে। এই দায়িত্ব সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গোটা বিষয়টির তদারকি করছেন। নিয়মিত ইউক্রেন ও রাশিয়ার দুই প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন মোদী। সেই ছবি নিজেই টুইটারে পোস্ট করেছেন মন্ত্রী।

এরআগে শনিবার রাতে একটি বিমান মুম্বইয়ে এসে পৌঁছায়। সেখানে ছিলেন ২১৯ জন যাত্রী। এরপর রবিবার আটকে থাকা ভারতীয়দের নিয়ে আরও একটি বিমান দেশে এসে পৌঁছয়। তাতে ছিলেন ২৪০ জন ভারতীয়।

Comments are closed.