আগামী সপ্তাহে ফের দেখা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর, দিল্লি সফরে মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে ২২ নভেম্বর দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। তিনি ফিরবেন ২৫ তারিখ।
এই সাক্ষাতে রাজ্যের বকেয়া টাকা, অভাব-অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীকে জানাবেন মুখ্যমন্ত্রী। আলোচনায় উঠে আসবে রাজ্যের সীমান্ত লাগোয়া ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বাড়ানোর বিষয়টি। এই নিয়ে রাজ্যের আপত্তির কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও এই নিয়ে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা ব্যানার্জি। এই নিয়ে সংসদে শীতকালীন অধিবেশনে সরব হবে তৃণমূল বলে জানা গিয়েছিল।
বিধানসভা ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর জুলাই মাসে মুখ্যমন্ত্রী দিল্লিতে যান। সেই সময়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক সেরেছিলেন। তবে এইবার দিল্লি সফরে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া আর অন্য কোনও দলের সঙ্গে বৈঠক করবেন কিনা সেইদিকেই তাকিয়ে সবাই। একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পরে এখন বিজেপির সামনে তৃণমূলই প্রধান বিরোধী হিসাবে উঠে এসেছে। ইতিমধ্যেই গোয়া, উত্তরপ্রদেশে কংগ্রেসে ভাঙন ধরিয়েছে তৃণমূল। তার জেরে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।
Comments are closed.