রাত ১ টা বেজে গেছে, বারাণসী স্টেশনে হাজির মোদী, সঙ্গী যোগী, ঘুরে দেখলেন স্টেশনের আধুনিকীকরণ

রাত তখন ১২ টা বেজে গেছে। হঠাৎ বারাণসী স্টেশনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঘুরে দেখেন পুরো স্টেশন চত্ত্বর। রাতে স্টেশন চত্ত্বরে পথচলতি মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। আধুনিকভাবে সাজানো হয়েছে বারাণসী স্টেশনকে। সব কিছু খতিয়ে দেখেন মোদী। মধ্যরাতেই তিনি ঘুরে দেখেন কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গা পর্যন্ত সদ্য উদ্বোধন করা করিডর।

রাতেই একটি টুইট করেন মোদী। সেখানে তিনি কয়েকটি ছবি পোস্ট করেন। লেখেন, কাশীতে উন্নয়নমূলক কাজের পরিদর্শন করলাম। এই পবিত্র শহরের জন্য উন্নত পরিকাঠামো তৈরী করাই আমাদের লক্ষ্য।

সোমবার সকালেই বারাণসী আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারাদিন কাশীতেই কাটান তিনি। কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেন তিনি। কাল ভৈরব মন্দিরে আরতি করা থেকে ললিতা ঘাটে পুণ্যস্নান করেন তিনি। সন্ধ্যায় গঙ্গা আরতী দর্শন করেন। এরপর কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর উদ্বোধন করেন তিনি। সোমবার সারাদিন এই কর্মসূচীর পর রাতে মোদীকে দেখা যায়ল বেনারস ষ্টেশনে। তিনি একটি কালো কোর্ট পরেছিলেন।
সোমবারের পরে মঙ্গলবারও একাধিক কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে শুরু হবে তাঁর বেনারস সফরের দ্বিতীয় দিন। এরপর বেলা সাড়ে তিনটে নাগাদ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

Comments are closed.