বাংলার আদিবাসী মহিলাদের তৈরী পাটের ফাইল ফোল্ডার ব্যাগ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটের মাধ্যমে জানিয়েছেন মোদী। ট্রিবেস ইন্ডিয়ার পক্ষ থেকে একটি ফাইল ফোল্ডার ব্যাগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল অনলাইনে। এই বিজ্ঞাপনটি দেখেন মোদী।
এরপরেই তিনি টুইটে জানান, আমি অবশ্যই পশ্চিমবঙ্গের আদিবাসী মহিলাদের এই হাতে তৈরি পাটের ফাইল ফোল্ডারটি ব্যবহার করব।
টুইটে মোদী সকলকে বাংলার আদিবাসী সম্প্রদায়ের তৈরি পাটের পণ্য ব্যবহার করতেও বলেন।
I am surely going to use this handmade Jute File Folder from West Bengal.
Made by tribal communities of the state, you all must have a jute product from West Bengal in your homes! #NariShakti https://t.co/coP8q3cHgy pic.twitter.com/RJhz9Rdoad
— Narendra Modi (@narendramodi) March 8, 2021
রবিবারই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের সভা থেকে মোদী আত্মনির্ভর বাংলার কথা বলেছিলেন। সোমবার আন্তর্জাতিক নারী দিবসের দিন বাংলার আদিবাসী মহিলাদের নিয়ে টুইট করলেন তিনি। এই টুইটে মোদী হ্যাশট্যাগ দিয়েছেন “নারীশক্তি”। টুইটের মাধ্যমে মোদী একদিকে যেমন বাংলার আদিবাসী নারীদের প্রশংসা করেছেন অন্যদিকে বাংলার পাটের শিল্পেরও প্রচার করেছেন।
Comments are closed.