শুক্রবার আকাশপথে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর, কলাইকুণ্ডায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং ভরা কোটালের জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী
ঘুর্ণিঝড় যশ বিধস্ত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে প্রথমে উড়িষ্যার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন। তারপর পূর্ব মেদিনীপুরের দিঘা ও সংলগ্ন এলাকা ঘুরে দেখবেন তিনি। তারপর কলাইকুণ্ডায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিং করবেন। বৃহস্পতিবার জানালেন মমতা ব্যানার্জি।
মমতা বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী সঙ্গে একটি রিভিউ বৈঠক করবেন নরেন্দ্র মোদী।
বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং ভরা কোটালের জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর রাজ্য সফরে আসার খবর প্রকাশ্যে আসতেই গতবার আমফান পরবর্তী সময়ের মত এবারও প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এক হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার জল্পনা তৈরি হয়। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবারে তিনি একাই যাচ্ছেন। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য সচিব।
সেই সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠক থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে পর্যাপ্ত অর্থ না দেওয়ার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, আমফানের সময় ৩৭ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। রাজ্যের তরফ থেকে আবেদন সত্ত্বেও সে টাকা দেয়নি কেন্দ্র। যে ১ হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছিল তা রাজ্যের টাকা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.