সব ঠিক থাকলে শুক্রবারই কেরলে বর্ষা ঢুকবে। মৌসম ভবন এমনটাই জানিয়েছে। আবহাওয়া দফতরের কথায়, আরব সাগরে ঘূর্ণিঝড় অবস্থান করছে, যার জেরেই দক্ষিণের এই রাজ্যে বর্ষা প্রবেশ ঘটছে।
জানা গিয়েছে, আরব সাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ । যার জেরে দক্ষিণ ভারতে কয়েকদিন ঝড় বৃষ্টি হবে। তারপরেই কেরলে বর্ষার প্রবেশ ঘটবে। সাধারণত, কেরলে বর্ষা প্রবেশ ঘটে আগামী ১ জুন। তবে এবারে বিলম্বের জন্য ‘ঘূর্ণিঝড়’ বিপর্যয়কেই দায়ী করেছে আবহাওয়াবীদরা। তাঁদের মতে, ‘বিপর্যয়’ সমস্ত জলীয় বাষ্প টেনে নিচ্ছে। ফলে বাধা পাচ্ছে মৌসুমী বায়ু। যে কারণেই বর্ষা ঢুকতে এই বিলম্ব। তবে আগামী দু’দিনে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে আশার কথা জানিয়েছে মৌসম ভবন।
এদিকে অসহনীয় গরমে হাঁসফাঁস পরিস্থিতি রাজ্যবাসীর। বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে এখন সেদিকেই তাকিয়ে সকলে। যদিও এ নিয়ে মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতর কোনও সুখবর দিতে পারেনি। উল্টে আগামী আরও দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে আবহাওয়া দফতরের মতে, ১২ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। এবং ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিস্থিতিও অনুকূল হবে।
Comments are closed.